দুর্নীতি চরমে

আরিফুর রহমান 
.
করোনার এই পরিস্থিতিতেও দুর্নীতি এখন চরমে,
যেখানে পৃথিবীর মানুষ গুলো আজ মৃত্যু শয্যায়।
.
মাস্ক, গ্লাভস-এ ও চলছে যেন দুর্নীতির চরম নেশা,
এই ঘৃনাত্নক কাজটি কিছু ব্যবসায়ীর কাছে হয়েছে পেশা।
স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশের নামে মানুষকে দিচ্ছে ধোকা,
উপকারের বদলে মানুষ গুলো হচ্ছে বোকা।
.
সাংবাদিক, পুলিশ, স্বেচ্ছাসেবী কিংবা ডাক্তার
কেউ হাসপাতালে, কেউ বা রাজপথে
জীবন বিসর্জন দিয়ে খাচ্ছে গড়াগড়ি,
তবুও চলছে দুর্নীতির ছড়াছড়ি।
.
কারো ঘরে নেই দু মুঠো চাল কিংবা ডাল,
তার  ওপাশে ফাস্ট ফুড, বিরিয়ানি,
আরো কতো কি খেয়ে হচ্ছে মাতাল।
.
কেউ মা-বাবা, ছেলে কিংবা মেয়ে হারিয়ে হচ্ছে নিঃস্ব,
করোনার এই চরম দুর্যোগেও দুর্নীতিতে অবাক বিশ্ব।
.
কেউ বা গুজব রটাতে ব্যস্ত,
কেউ আবার গুজবে হচ্ছে আশ্বস্ত।
সরকারি, বেসরকারি সংস্থা দুঃস্থ মানুষদের দিচ্ছে ত্রাণ,
কেউ বা লুটেপুটে খাচ্ছে অসহায় গরীবের সম্মান।
.
আসুন গরীব দুখীঃর পাশে দাঁড়াই,
দুর্নীতির বিরুদ্ধে অবিরাম লড়ে যাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *