আবদুল্লাহ আল-যুবায়ের
জাতীয় পাখি তুমি
নাম তোমার দোয়েল,
তোমার সাথে আছে ওরা
কোকিল, শ্যামা-কোয়েল।
সবুজ সোনার বাংলায় তোমার
রয়েছে অবাধ বিচরণ,
যেথায় আছে শস্য-শ্যামলা
বাংলা মায়ের সবুজ বন।
এ ডাল থেকে ঐ ডালে
যখন তুমি যাও,
শান্তির পাখা মেলে
সাদা পালক উড়াও।
টেকনাফ থেকে তেতুলিয়া
শান্তির বার্তা তুমি
দেখাও উড়ে নাচন তোমার
মন ভরে দেখি আমি।
শান্তির পালক তুমি
সযত্নে রাখো ঢেকে
বিপদের সংকেত পেলে
যাও তুমি উড়ে।
আবদুল্লাহ আল-যুবায়ের
অষ্টম শ্রেণি, কাউরিয়া স্কুল এন্ড কলেজ
হিজলা, বরিশাল।