নারী

ফারহানা করিম তুলি
.
আমি পড়ন্ত বিকেলের
ছাউনি মাখা মেঘমল্লিকা,
বাবড়ি চুলের পাগল করা
লোকটির প্রেমিকা।
.
পদ্ম গোলাপ, জবা, কৃষ্ণচূড়া
ডালিয়াও কী আমি নই?
তোমরা মুখে বুলি ফোটাচ্ছো,
তবে শিকল খুলছো কই?
.
আমি ঘরের প্রথম কন্যা হয়েও
বাপের বড় বোঝা
আমি নীলচে শাড়িতে রাঙিয়ে নিয়ে
হলুদ হিমুকে খোঁজা।
.
আমি বাসে ট্রেনে পুরুষের ঐ
ছুঁয়ে দেখার মেয়ে মানুষ,
আমি কিঞ্চিত অগ্নিতে
বাষ্পিত হয়ে উড়ন্ত ফানুস।
.
সংসারের হিসেবে গড়মিল হলে
আমি অলক্ষী গৃহবধু,
সেবা, যত্নে, হেঁশেলের ঘরে
আমার হাতেই যাদু।
.
চোখ রাঙাবে? যদি খেয়া পাড়ের
উথাল বাতাস হই,
বাপের বাড়ি, শশুড় বাড়ি
তবে আমার বাড়ি কই?
.
রাস্তা দিয়ে হেটে গেলে ঐ
নোংরা গানটি আমি
পদে পদে অবহেলা তবু
সংসার আমার দামি।
.
অগ্নি আমি, জল আমি,
আমি সব সইতে পারি
নিজেকে নিয়ে গর্ব করা ,
আমিই সেই নারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *