পরজনমে

এম ইলিয়াস তুহিন ।।
.
তুমি পরজনমে হইও শাপলা
যাতে তোমায় দেখে নয়ন জুড়ায়।
রাতের বেলায় ঠিকই নিষ্প্রভ হয়ে যাবে।
আমি হবো তোমার দ্বারে ভোরের অতিথি
তোমার স্নিগ্ধ পরশ পাবার আশায়।
.
নাহয় পদ্মফুল হইও,
যার অনেক মূল্য, দুর্লভ।
.
নয়তো আকাশের চাঁদ হয়ে থেকো।
আমি শুধু প্রাণ ভরে দেখে
দীর্ঘকালব্যাপী লালন করা
নয়ন তৃষা মিটাবো।
.
পরজনমেও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
সেখানে কোনো বাধা-বিপত্তি নেই।
চুলে খোঁপা করে রক্তলাল গোলাপ গুঁজে দিবে।
অথবা এলো চুলে দু’টি বা একটি
বেনী করলেই চলবে।
দামী নীল রঙের জর্জেট শাড়ি বা বেগুনী রঙের
থ্রি পিস পরে আসবে।
ঠোঁটকে করবে রক্ত জবার পাপড়ি।
কোকিল কণ্ঠে গান শোনাবে,
শতবর্ষী বৃক্ষছায়ায় দু’জনার আলাপনে
কেটে যাবে অনন্তকাল।
.
এম ইলিয়াস তুহিন 
মিডিয়া ও যোগাযোগ সম্পাদক,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সাহিত্য পরিষদ,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *