জিল্লুর রহমান জিল্লু:
পোশাকে শালীনতা বাড়ে সৌন্দর্য
রুচিশীল পোশাকের আছে তার কদর্য।
ব্যক্তিত্বের পরিচয় সুন্দর পোশাকে
মানটা বেড়ে যায় পোশাকের মোশাকে।
নগ্নতা ঢেকে যায় পোশাকের আড়ালে
সুন্দরী কে তুমি হাতটা নাড়ালে?
ছেঁড়াফাড়া, ফুটাফাটা জিন্সের তালিতে
ছেলেমেয়ে হেটে চলে রাস্তায়, গলিতে।
পোশাকে চেনা যায় নতুন জামাই
গরমে কোট পরে ভিতরে ঘামাই।
ফিনফিনে জামা পড়ে বেড় হলে শীতে
চোয়ালে সূর তোলে ঠকঠক গীতে
নগ্নতায় ফুটে উঠে রুচিহীন বাসনা
পোশাকেই শালীনতা ধর্মীয় চেতনা।
জিল্লুর রহমান জিল্লু
কাশিপুর, বরিশাল
আন্তরিক ধন্যবাদ প্রিয় সম্পাদক মহোদয়।
চমৎকার
চমৎকার