মারুফা আক্তার :
প্রতিটি মানুষের জীবনে,
প্রিয় শিক্ষক বলে কেউ থাকেন।
আমিও তার ব্যতিক্রম নই।
আমারও অনেক প্রিয় শিক্ষক আছেন।
আমার প্রিয় শিক্ষক-এর,
লিস্ট -এ রয়েছেন যিনি।
তার নাম তো কখনো-ই,
আমি ঘটা করে বলিনি।
আজ লিখবো যার নাম,
আমার কবিতার পাতায়,
হয়তো তিনি জানতেন না,
কোনদিন-ই।
তিনি-ই রয়েছেন আমার,
প্রিয় শিক্ষকের তালিকায়।
আজ নিজেকে আমার,
ঢের ভাগ্যবতী মনে হয়।
কারণ আজ আমি তুলবো,
মোর একজন প্রিয় শিক্ষকের নাম,
আমার কবিতার খাতায়।
যেই শিক্ষকের অনুপ্রেরণায়,
আমি অনুপ্রাণিত হয়েছি অনেক।
যার নাম না বললেই নয়,
তিনি আর কেউ নন,
যাকে অনেকেই কবি নামেই চিনেন।
তিনি হলেন আমার একজন প্রিয় শিক্ষক,
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,ফরিদপুর এর,
সহকারী অধ্যাপক, সাহিত্যিক ও কবি,
মোহাম্মদ নূরুল্লাহ্।
আমি প্রার্থনা করি রবের দরবারে,
তিনি যেনো সর্বদা সুস্থ ও ভালো থাকেন,
এই জগৎও মাঝারে।
তাকে যেনো দীর্ঘজীবী করেন।
মারুফা আক্তার
এমএড শিক্ষার্থী
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর।