প্রেম

মোহাম্মদ নূরুল্লাহ্:
তোমারি অনুরাগী যে পেরেছে হতে।
ত্রিভুবনে তার কি আর,
চাওয়া পাওয়ার থাকে।

তোমারি প্রেমের আমি ভিখারি।
দিওনা গো মোরে দূরে ঠেলি ।

আলো আর আঁধারে, দিবানিশি তোমারে।
অবুঝ এ মনটা শুধু খুঁজে মরে!

কে বলেছে তুমি নাই কাছে ?

তুমি ওগো বসত করো,
আমারি দিলের মাঝে!

নাও গো আমায় আপন করে !
রেখো না আর পর করে !

আমি যে তোমার দিওয়ানা।
আমি যে তোমার দিওয়ানা।

তোমাকে যে পেতে হলে,
দামামা বাজাতে হবে।
শিরস্ত্রাণে বাঁধতে হবে,
আমামা,আমামা।

বদর, অহুদ,খন্দকেতে,
তোমার হাবীব অংশ নিয়ে।
রাহবার হয়ে পথ দেখালেন,
তোমাকে পাওয়ার নিশানা।

বানাইওনা ভীরু কভু,
আমায় বানাও অনুরাগী।

প্রভু, বানাও অনুগামী।

ভালো যাদের বেসেছো তুমি,
যে হয়েছে তোমার প্রেমী।

আমায় সে প্রেম দিয়ে সিক্ত করে নাও তুমি।

কীভাবে তোমারে পাবে এ দিল ?
কর্মযজ্ঞ ফেলি,
ভাবনার অন্তরালে ডুবি ।
দিন যায়,মাস যায়,
বছরের পর বছর যায়।
পায়নি আজও খুঁজি।

প্রেম সাগরে ডুব দিয়ে,
মুক্তো আমি আনবো খুঁজে।
তুমি তওফিক দিলে মোরে,
সবি আমার সম্ভব হবে।

তুমি ধরা দিলে তবেই তো পাবে,
যার আছে খোশ নছিব।
অজস্র সৃষ্টির মাঝে,
ক্ষুদ্র এ বান্দার কী সাধ্য আছে ?
তোমাকে লইবে খুঁজে।

তুমি যে শক্তির আধার।

তোমারি অনুরাগী করোগো আমায়।
তোমারি প্রেমিক করে নাও না আমায়।

এ দিলের বাসনা,
তুমি ছাড়া কেউ বোঝে না!
আমি তোমার হতে পারলে,
আর তো কিছু চাই না।

মোহাম্মদ নূরুল্লাহ্
ছায়ানীড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *