মোহাম্মদ নূরুল্লাহ ।।
সাত সাগরের মাঝি তুমি
মধুমতির ছেলে।
স্বপ্ন দেখতে, স্বপ্ন দেখাতে
আবাল-বৃদ্ধ- বণিতাকে।
রাত পোহাবার সময় হয়েছে ;
ঐ যে সুবহি-সাদিক!
কেটেছে আঁধার ;
দূর আকাশে প্রভার আভাস দেয় ঝিলিক !
হেরাররশ্মি এবার বুঝি
আসবে আবার এ ধরাতে!
দ্বীনের সূর্য ঐ আকাশে;
দেখছি মোরা, মেঘের ফাঁকে।
আলোর দ্যুতি ছড়িয়ে আজ
বিশ্ব মাঝে তাক লাগাতে!
দেখতে তুমি পাও কি কবি ?
জান্নাতের ঐ বাগ থেকে !!!
“ইসলামের সে স্বর্ণযুগ
ফের এসেছে এ ধরাতে!
যত্ন করে রাখিস তারে,
নইলে যে সে, ফের পালাবে !”
আরো কতো কী স্বপ্ন ছিল !
কবি, তোমার মনের মাঝে !
তোমায় এখন স্মরি মোরা
এ সব ভেবে ভেবে!
মোরা অধম বুঝতে নারি
করেছি তব হেলা।
এ জাতির যত অপরাধ
ভুলে যেও এ বেলা !