বিজন বেপারী
ফেব্রুয়ারির একুশ এলো
বাংলা মায়ের ঘরে,
বিশ্ববাসী দেখবে আবার
সাজবে ওঁদের তরে।
শিমুল পলাশ কুঞ্জে কুঞ্জে
যেমন পুষ্প মেলা,
পল্লী বাউল সেজেছে আজ
ভাষার ফেরিওয়ালা।
তাজা প্রাণের অগ্নি রুধির
কালো পিচে মাখে,
রক্তের দামে মায়ের ভাষা
ছিনিয়ে ওঁরা আনে।
ফেব্রুয়ারি এলেই গো মা
ভাষার কদর বাড়ে,
রফিক শফিক বাংলারই ধন
তখন মনে পড়ে।