বন্দনা: কবি ও কবিতা

মোহাম্মদ নূরুল্লাহ

(মুক্তবুলি ষোড়শ সংখ্যায় প্রকাশিত কবিতা নিয়ে আলোচনা )

বিদ্যা-বুদ্ধি নেই মোর
আমি মূর্খ কবি,
উপমা-উৎপ্রক্ষো সদা
ধার করে চলি।

পথিক আমার বন্ধুবর,
নয়ন মোর অগ্রজ;
যাদের কাছে শিখি
আমি হররোজ।

কামাল আহসান গাদ্যিক কবি
দেখেছি টাইম লাইনে গিয়ে
অসাধারণ শব্দভান্ডার
তার প্রতিটি চরণে।

কাশেম নবীর শব্দার্থ
আমাকে ভাবায়-
হুমায়রার শব্দহীন এক মানচিত্র
পড়ে আমার মন কৌতুহলী হয়।

বৃহন্নলার কষ্ট এরশাদ সোহেলের
যেমন সহ্য হয়না;
সে ব্যথায় ব্যথিত আমি
পারিনা কইতে তা।

৭ই মার্চের ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু,
ছোট ভাই মোহাম্মদ এমরান আজ

সব কবিদের তুলে রাখতে চাই

করে মাথার তাজ।
.
কবিতার পোস্ট-মর্টেম করতে গিয়ে
যদি কোন কবি মনে কষ্ট পান,
এ মূর্খকে ক্ষমা করবেন জেনে
মুক্তবুলির প্রতি ভালোবাসার টান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *