বন্ধু

মোহাম্মদ নোমান ।।
.
বন্ধু হলো এমন একজন,
বৃষ্টির সময় ছাতা;
বন্ধু হলো শীতের মৌসুমে,
যেনো গরম কাঁথা।
.
তোমার কষ্টে দিশেহারা,
অনুভবে ব্যাথা!
বন্ধু তুমি তাকেই বলো,
যাকে পাবে যথাতথা।।
.
বন্ধু হলো অনুভূতির নাম ,
অনুভবে অব্যাক্ত কথা;
তোমার জন্য সুখ দুঃখে,
পেতে দিবে মাথা।
.
বন্ধু হলো বেহায়ার মতো,
উপস্থিতি অযথা;
দস্যুর মতো ছিনিয়ে খাবে,
দেখিয়ে মমতা।।
.
প্রকৃত বন্ধু তাকে বলবে,
থাকে যদি সততা!
এমন বন্ধুতে জীবন বাজী,
গড়ে তোলো সখ্যতা।।
.
মোহাম্মদ নোমান
সহকারী শিক্ষক,
টবগী রাস্তার মাথা শরিফিয়া দাখিল মাদ্রাসা,
বোরহানউদ্দিন, ভোলা।
মোবাইলঃ 01712883801

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *