বাংলায় অবদান

অমিত দেওয়ান 
.
হে রবীন্দ্রনাথ, হে নজরুল তোমরা সাহিত্যে মহান
বাংলার মর্যাদা বাড়িয়ে তোমরা পেয়েছো সম্মান ।
.
বাংলা ভাষায় গদ্যরীতির দিয়েছে কে সজীব প্রাণ
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর জনকের আসনে যার স্থান ।
.
কে তুমি হে মহান যে ছিলো বাংলায় নিবেদিত প্রাণ
চিরস্মরণীয় ডঃ মুহাম্মদ এনামুল হকের অবদান।
.
কে তুমি হে মহান- যে ছিলে সমাজ সংস্কারক প্রধান
কুসংস্কার বিরোধী রাজা রামমোহন রায়ের হাতে পরিত্রান।
.
কে ছিলো বাংলা ভাষার উপন্যাসের স্বার্থক জনক
বস্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- যার সাহিত্যে নড়তো টনক ।
.
বাংলা কবিতায় আধুনিকতার ছোঁয়া দেন কে
মাইকেল মধুসূদন দত্ত তাঁর অমিত্রাক্ষর ছন্দে।
.
আধুনিক বাংলা কবিতায় প্রকৃতির শ্রেষ্ঠ কবি যিনি
রূপসী বাংলার জীবনানন্দ দাশকেই আমরা চিনি।
.
কে তুমি হে মহান দুর্লভ জনপ্রিয় কথা সাহিত্যিক
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘দেবদাস’ দিয়ে চতুর্দিক।
.
কে তুমি মহান চতুর্দিকে যার শোনা যায় শুধুই গুণগান!
তুমি তো পল্লী কবি জসীম উদ্দীন বুকে যার মাটির টান।
.
কে তুমি হে মহান সাহিত্যে বেশি প্রতিভাবান
সুকান্ত ভট্রাচার্য তুমি বইয়েছো আলোর বান
.
কে তুমি হে মহান যে দিয়ে গেছো স্বাধীনতার সংগ্রাম!
তুমিই তো সেই মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
.
নারী শিক্ষার জন্য আজীবন যিনি করেছেন সংগ্রাম
মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেন তার নাম।
.
কে তুমি মহান সাহিত্য সাধনায় যার ছিলো অনেক অবদান
কবি সুফিয়া কামাল- বরিশালের শায়েস্তাবাদে যার জম্মস্থান।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *