মনিরুজ্জামান প্রমউখ
বনের আঞ্চলিক প্রামানিক প্রভুত্বে
যার নাম জলে আর স্থলে।
হিংস্রতা তার জাগতিক অভিসন্ধি
শিকার তার ক্ষুধার নিয়ন্ত্রণ।
কিন্তু প্রকৃতির রূপের ভারসাম্য তার সৃজাতীয়।
জন্মসূত্র হতে মায়ার বাঁধনে বেঁধে নিলে
সেও হয়ে ওঠে ভালোবাসার অমোঘ পাঠ।
বিশ্ব পিতৃত্বে তার নজির সোশ্যাল প্যাক
তার রক্ষা মানবের উচিত সমীক্ষার পোষক।
আর চিত্রায়নের সুনীড় মাতৃত্বে বাঘেরা বেঁচে থাক।
মনিরুজ্জামান প্রমউখ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর।