মারুফা আক্তার :
বাবা তোমায় অনেক মনে পড়ে,
থাকি যখন একা।
তুমি ছাড়া জীবন আমার,
শুধুই যেনো ফাঁকা !
কতোটি বছর কেটে গেলো,
বাবা পাইনা তোমার দেখা !
আজও তোমার ভালোবাসা,
আমার হৃদয়ে আছে গাঁথা !
শতো শতো বাবা দেখি,
বাবা তোমায় কেনো দেখিনা?
তবে তুমি কি আসবেনা আর!
আমার বাড়ির আঙ্গিনা ?
কতো বাবা-ই দেখি আমি,
বাবা তোমায় তো আর দেখি না।
সব বাবাদের মাঝে খুঁজে বেড়াই,
বাবা তোমার দেখা পাই না !
বাবা তোমার ভালোবাসা যে,
আর কোথাও নাহি পাই।
তোমার মতো সোহাগ দেবার,
আমার যে আর কেউ নাই!
চোখের কোনে জল এসে যায়,
বাবা যখন তোমায় ভাবি !
বাবা তোমার দেখা পাবনা কি ?
এই জনমে আর তবি ?
বাবা কতো মানুষ আসে-যায়,
আমার বাড়ির আঙ্গিনায়!
বাবা তুমিই শুধু আসো না যে,
একবার দেখতে আমায়!
বাবা কতো কথা জমিয়ে রেখেছি,
একদিন বলবো তোমার কাছে।
এই জনমে আর কোনোদিন -ই,
বলা হবে না তো কোনো কথা!
কথাগুলো থেকেই গেলো।
শুধুই আমার হিয়ার মাঝে।
এতো কথা বলি বাবা,
জানি তুমি আর কোনোদিন-ই শুনবে না।
তোমার মেয়ে যে খোঁজে তোমায়,
জানি তুমি আমার কাছে,
এই জীবনে কখনো-ই আর আসবে না !
ওপারেতে থাকো বাবা,
থাকো তুমি সুখে!
তোমার দেওয়া আদর-স্নেহ,
চিরদিন-ই থাকবে আমার সাথে।
মারুফা আক্তার
এম এড শিক্ষার্থী
ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর।
খুব সুন্দর