নীলা আহমেদ ।।
প্রজাপতির সবুজ পাখায় ধূসর পৃথিবী;
শ্বেত বসনা বৈধব্যের রক্তিম আকাশ।
বাদামী চোখের কোনে স্বপ্ন যাপনের অবকাশ।
ভালোবাসা মানে- বোনের নিবিড় মমতায় জড়ানো অস্ফুট বাঁকা হাসি ;
নিঃস্বার্থ মায়ের আঁচল তলে স্বপ্ন রাশি রাশি।
ভালো বাসা মানে- মেঘনার উত্তাল ঢেউয়ের অসুখে ভাঙনের সুখ;
স্বপ্ন ভাঙার দর্পনে বিরহী প্রিয়ার বিদীর্ণ মুখ।
ভালোবাসা মানে- বসন্তের মিষ্টি সুবাসে কোকিলের মিথ্যে আর্তনাদ;
নৈ:শব্দে ঝরা শুকনো পাতার নিভৃত নিনাদ।
ভালোবাসা মানে- গোপন কালো রাত্রির তলে নরম গুল্মের উন্মেষ ;
পথ হারা নিঃস্ব পথিকের অশেষ পথের নির্দেশ।
ভালোবাসা এক সংক্রামকব্যাধি যা অশুদ্ধতাকে করে চুরমার,
প্রনয়িণীর শীতল রক্তে কামনার প্রলয় ঝংকার।
ভালোবাসা মানে- ছিন্ন বিচ্ছিন্ন হত্যায় ধর্ষিতার টুকরো শাড়ির আঁচল ;
সিজদায় রত মায়ের স্বপ্নাহত চোখের কাজল।
ভালোবাসা মানে- যুদ্ধ জয়ী বীরের পুলকের প্রস্রবন;
তৃষিত বর্ণের বুকে কাব্যের সিঞ্চিত শিহরণ।