মুখোশ

ফারহানা পারভীন জুঁই ।।
.
মাঝে মাঝে ইচ্ছে করে,
তোমার হৃদয়ের কথাগুলো যদি শুনতে পেতাম।
কি ভাবছো তুমি আমায় নিয়ে!
তোমার হৃদয়টা ও মেপে দেখতাম
ঠিক কতটা প্রেম, ঘৃণা আমার জন্য আছে।
.
আমার খুব শুনতে ইচ্ছে করে তোমার হার্টবিট
প্রতিটা বিটে কতটা হিংস্রতা নিয়ে আছ।
তোমার ভালোমানুষির আড়ালের রূপটা দেখব
ঠিক যেমন রোদের আড়ালে কালো মেঘ থাকে
হঠাৎ করেই সব দুমরে মুচরে দিয়ে যায়।
.
তেমনি তোমার মুখোশের আড়ালে,
ঠোঁটের কোণের পৈশাচিক হাসিটা দেখতে চাই।
তোমার হৃদয়টা যদি মাপতে পারতাম তবে
সত‍্যিটা জানতে পারতাম আমি।
.
আবার মনে হয়, না থাক দরকার নেই
চাইনা মেপে দেখতে চাইনা শুনতে
ঐ নোংরা মানসিকতার প্রতিচ্ছবি
আমার যে বড্ড কষ্ট হবে।
আড়ালেই থাকুক সব, আমি দেখবো না।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

৬ comments

  1. অসাধারণ লিখেছেন আপু

  2. অনবদ্য লেখনী।
    মন ছুঁয়ে গেল কবি।

  3. অসাধারণ কবি!!!

  4. অসাধারণ প্রকাশ

  5. নাজমুন নাহার লাডলী

    ভালো লাগলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *