ছড়া : হাঁস ও বাস

মামুন সারওয়ার
.
হাঁটতে হাঁটতে পোষা হাঁস এক
পথের মধ্যে দেখে বাস এক
পাখনা মেলে দেখায় নাচ এক।

সেই হাঁসটার নাচ দেখে
একটুখানি কাছ থেকে
হুমড়ি দিয়ে ঝোকে
বাসের অনেক লোকে
ড্রাইভার ও শেষে
বাসটা থামায় হেসে

নাচতে থfকে হাঁসও
দাঁড়িয়ে থাকে বাসও
সবাই যখন নামে
হাঁসের নাচন থামে
হাঁসটা নামে জলে
বাসটাও যায় চলে।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *