রংধনু

ফাতিমা আজিজা

চোখের আলোয় যায় যদি দেখা রঙিন আলোর আভা

মনের আলোয় যায় কি গো প্রভু তোমার প্রেমের দেখা?

তুমি অন্তর দেখো বাহির দেখো দেখো সবকিছু

যায়না কভু তোমায় এড়ানো যতই হাঁটি পিছু,

চোখ ফেরানো দায় হয়ে যায় তোমার সৃষ্টি থেকে

অন্তর যদি একটু হলেও তোমায় বুঝতে শিখে,

অপরূপ সৌন্দর্যের রহস্য খুঁজে পাইনি তো কোন কুল

ভাবতে আবার খুঁজে ফিরি হয়নি তো কোন ভুল?

কি মোহময়! কি যাদুময় রংধুনুর সাতটি রং

কি করে বুঝি তোমার প্রেমে আছে আরো কত রঙ?

ও প্রেমময় ওগো অপরূপ আছে কি তোমার কোনো তুল?

একটি সৃষ্টি দেখলেই ভাবি, পাইনা খুঁজে সৌন্দর্যের কুল।

তবে না জানি কতটা তুমি ধারণ করেছো কোন রূপ

রূপের আলোয় ঝলমলে চোখে থাকবো রয়ে নিশ্চুপ।

তাইতো তোমায় পাওয়ার আশায় বেঁধেছি এ বুক

একটু হলেও তোমার দেখায় পাইগো যেনো সুখ।

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *