মুক্তবুলি প্রতিবেদক।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক পরিচালিত শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে আগামী এক বছরের জন্য বরিশাল মহানগর শাখার আওতাধীন বন্দর থানা শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে খালেদ খান রবিন সভাপতি ও মো রিমন সিকদার সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
১২ মে বিকেল ৫ টায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরিশাল মহানগর শাখার বর্ধিত সভায় এই কমিটি অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বরিশাল মহানগর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাগর, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ পলাশ, সহ সভাপতি সুজন হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, বরিশাল বার কাউন্সিলের অর্থ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান সহ আরো অনেকে। ##