সুয়েজ করিম
বাহিরে মৃত্যুর ভয়, ক্ষুধা গ্রাসে ঘরে
রোজ কেয়ামত যেন পৃথিবীর তরে।
বিশ্বটা বিষ্ময়কর, মহা কারাগার
রথী মহারথীরাও নয় পারাবার।
হতবিহবল সবে কি আছে উপায়?
অদৃশ্য শত্রুরা ডাকে মৃত্যু মোহনায়।
ভয়ে শঙ্কিত, বিষ্মিত, বিষাদিত মন
সদা চিন্তা এই বুঝি এসেছে মরণ।
খাদ্য না’কি ভ্যাকসিন কি সে মনযোগ?
সবি চাই , দূর হতে, এই মহারোগ।
বুক কাপে থর থর, মনে নাই জোর
কবে ফিরে পাব আর স্বপ্ন রাঙ্গা ভোর।
মহামারী চারিদিকে জবুথুবু বিশ্ব
মৃত্যু ক্ষুধা হাহাকার চাইনা এ দৃশ্য।