মুক্তবুলি ডেস্ক ||
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে দ্বীপজেলা ভোলার ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠী।
আলহেরা শিল্পীগোষ্ঠির পরিচালক তানবীর আহমাদ শিবলীর পরিচালনায় ভোলা সদর মাসুমা খানম স্কুল থেকে শুরু করে ভোলা সদর রোড হয়ে সরকারি স্কুলে এসে র্যালি শেষ হয়। র্যালি শেষে শহীদ মিনারে অবস্থান করে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।
সংগঠনের পরিচালক তানবীর আহমাদ শিবলী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের হতে হবে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক এবং অপসংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসার আরো বাড়াতে হবে।