কবির কাঞ্চন ।।
বেলকনিতে দাঁড়িয়ে দূর আকাশের পানে
তাকাতেই চোখের সামনে ভেসে ওঠে
আমারই হারিয়ে যাওয়া
সোনালি সুন্দর স্মৃতি।
কতোদিন ওদের দেখি না।
ওদের মতো করে ছুটি না।
দিগন্ত থেকে দিগন্তে।
ব্যস্তজীবনের আঁকেবাঁকে ঘিরে আছে
কেবলই শূন্যতা।
এতোদিন আমার চোখে যে আকাশ ছিল
অণু-পরমাণু সমান
আজ হঠাৎ করে বদলে গেছে সে আকাশ
হৃদয়ের বিশালতাই তার প্রমাণ।
জীবনের হালখাতায় পূর্ণতার পিছে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। বড় ক্লান্ত।
আমার চারপাশে আজ অনেকেই আছে।
তবু আমি একা। বড় একা।
কী যেনো নেই আমার। অথচ আমি বেঁচে আছি।
ঠিক যেনো তার ছেঁড়া বীণার মতো করে।
সুদূরের জাদুকরী সুরে কী এক মায়া
হাতছানি দিয়ে আমায় ডাকছে।
এক বার নয়, দু’বার নয়। বারবার।
কবির কাঞ্চন
কবি ও গল্পকার
শিক্ষক
বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড