হলফনামা 

শাহীন কামাল ।।

এমপি হলে টাকাপয়সা তরতরিয়ে বাড়ে

লোকজন তাই ভোটে খাড়ায় বুঝতাছি এইবারে।
.
লাখপতির কোটি টাকা যেন হাতের তুড়ি
তাদের বাড়ির আশপাশে টাকার উড়াউড়ি।
.
অল্প দামে জমি কেনেন -উপহার পান সোনা
হাজার টাকা সোনার ভরি! যাচ্ছে তাও শোনা।
.
টক শো করে টাকা জমান, ধনী মাছের চাষে
টাকার গাড়ি চলতে থাকে তাদের আশেপাশে।
.
সাহেব থেকে বিবি ধনী- নাই যদিও আয়
কেমন করে কোথায় তারা এত টাকা পায়!
.
হলফনামার তথ্য দেখে উথাল পাথাল ভাই
মাল বাড়াব বহুগুণে মেশিন কোথায় পাই?

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

২ comments

  1. ছেলে আমার এম্পি হবে ভাই
    ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার দরকার নাই

  2. ডাক্তার ইঞ্জিনিয়ার কর্মচারী
    এমপি হলেন মালিক
    ময়না টিয়া চাওয়া রাইখা
    কেন চাইবেন শালিক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *