এসো মোরা বিশ্ব গড়ি

বিজন বেপারী
.
তোমার শরীরের প্রতিটি শিরায়
দূর্বার উদ্দীপ্ত রক্ত,
সে যে থামবার নয়
করবে ঝঞ্জাট মুক্ত।
রুধির তোমায় ডাক দিয়েছে
করবে কী অগ্রাহ্য?
তুমি যে জাতির সূরী
তুমিই নব তারুণ্য।
.
বিপদাপন্ন পথ তুমি
ত্যাগ করে এসো চলে,
তোমায় দিয়েই জাতির মুক্তি
হাজার মধুর স্বপন দেখে।
.
তোমার তারুণ্যে আছে জ্যোতি
থাকবে না কোন জাতাজাতি
তোমায় দেখে শিক্ষা নেবে
বিশ্বে যাদের ভন্ডমতি।
.
তারুণ্যের জয় জয়কারে
ধরা আজ উঠেছে জাগি,
কেন তুমি বসে যুবক?
এসো মোরা বিশ্ব গড়ি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *