কর্মের মূল্য

এম ইলিয়াস তুহিন 
.
যখন তুমি সফল হবে,
তখন পাবে তালি;
কভু আবার ব্যর্থ হলে
শুনতে হবে গালি।
.
তোমায় কিন্তু চায় না কেউ,
চায় যে তোমার কর্ম;
কর্মটাকেই মূল্য দেওয়া
সব মানুষের ধর্ম।
.
আগে কর্মটাকে সুশ্রী কর,
শরীরটাকে নয়;
গুণীজনে কর্ম দ্বারাই
অমর হয়ে রয়।
.
দেহটা হয় মাটি হবে,
নয়তো হবে ছাই;
কর্ম বিহীন সুশ্রী দেহের
মূল্য কোথাও নাই।
.
তোমার অর্জন সবাই নিবে,
তোমায় নিবেনা, ভাই;
কবিগুরু লিখে গেছেন
‘সোনার তরী’তে তা-ই।
.
.
মোঃ ইলিয়াস হোসেন তুহিন
সহকারী শিক্ষক, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চাটখিল, নোয়াখালী।
মোবাইল: ০১৮৩৪০৩২১৯৪
ইমেইলঃ [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *