ত্রাতা মহাজন 

মোঃ মোস্তাফিজুর রহমান 
.
তাল পাতার’ই সিপাই তুমি
গায়েতে নাই জোর,
মুখে কথার ফুলঝুরি আর
স্বভাবটা তো চোর।
.
কেয়া পাতার নৌকা সদৃশ
হেলে-দুলে চলো,
চলার পথে মন খেয়ালে
কত কথাই বলো।
.
গরীব-দুঃখী অভাগা সব
চেয়ে থাকে পথে,
এলো বুঝি ত্রাতা মোড়ল
চড়ে ঐশী রথে।
.
আসেনা সেই ত্রাণকর্তা যে
সুখের সুধা নিয়ে,
কপোল ভিজে দুস্থ লোকের
চোখের’ই জল দিয়ে।
.
আসবে একদিন সত্যিকারের
ত্রাতা মহাজন,
সবাইকে সে বুকে টেনে
করবে আপনজন।
.
তারিখঃ ২০/০৯/২০২০
চট্টগ্রাম, স্বপ্নের বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *