প্রভুকে চিনেছি প্রকৃতির মাঝে

মোহাম্মদ নুরুল্লাহ ।।

শূন্য এবং মহাশূন্য
আঁধারের হাতছানি,
এক এ তে নূরের ঝলকানি।
ব্ল্যাকহোল আর নক্ষত্রপুঞ্জ
আলোহীন এক বিশ্ব।
আলোই শক্তি তা আবারও প্রমাণিত হলো–
এক আল্লাহর তাওহীদ বাণী।
যতোই ভাবি এসব নিয়ে:
ততোই আল্লাহ্কে চিনতে পারি সহজে।
এই নীলাকাশ, চাঁদ , সুরুজ ,মেঘরাশি
মশগুল সদা তাছবীহ জপে।
সিজদায় অবনত সৃষ্টি কুলের সবি।
কেবল নাফরমান:
জ্বীন আর ইনছান।
মুত্তাকীদের ক্বলব সদা জারী জিকিররত
শুকনো জিহ্বা।
তারাগুলো কত সুন্দর সাজানো!
পৃথিবীর প্রতিটি ইঞ্চি সুশোভিত।
যতোই এসব ভাবি, ততোই প্রভুকে সহজে চিনতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *