প্রশ্ন

এম ইলিয়াস তুহিন 
.
প্রিয়া,
আমার জন্য তোমার হিয়া
কাঁদে কি এখন?
মিষ্টি হাসির মায়ায় আমার
কেড়েছিলে মন।
.
বেসেছিলাম তোমায় ভালো
প্রাণের চেয়ে বেশি,
তোমায় ভেবেই কেটে যেতো
আমার দিবা-নিশি।
.
তোমায় ভেবেই নিতাম আমি
প্রতিটি নিঃশ্বাস,
তোমার মাঝে ছিল আমার
নিত্য বসবাস।
.
আমার প্রাণ ছিলনা আমার মাঝে,
ছিল শুধুই দেহ।
তোমার মাঝেই ছিল যে তা,
বুঝেনিরে কেহ।
.
আমার চারপাশে যেথায় ছিল
তোমার চলাফেরা,
সেথায় তোমায় খুঁজে ফিরে
রাতের জোনাকিরা।
.
ঝোপের আড়ে বিরহী ডাহুক
ডেকে ফাটায় বুক,
সেই বিরহে বক্ষ আমার
করে যে ধুকুধুক।
.
আমার জীবন বিষাদ মাখা,
হঠাৎ দিয়েছিলে দেখা।
সেথায় কেন তুমি এসেছিলে?
কেনইবা ভালোবেসেছিলে?
.
অবশেষে ভেঙে দিলে
আমার সরল মন।
আমার জন্য তোমার হিয়া
কাঁদে কি এখন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *