মুক্তবুলি

মোঃ সফিকুল ইসলাম

খোদার দেয়া মানবকণ্ঠে অকৃত্রিম এক ধ্বনি
কখনো তা নিজেই বলি কখনো বা শুনি
যে ধ্বনি দিয়ে সত্য প্রকাশ, সত্য সঞ্চার হয়
সে ধ্বনি দিয়েই কর্মে যোগায় মিথ্যার আশ্রয়।
আমার কথায় নির্ভর করে বহুলোকের ভালো-মন্দ
আমার কথায় শুরু হয়ে যায় নানা লোকে দ্বিধা-দ্বন্দ্ব
আমার কথা হতে পারে কারো জীবন বদলানোর উপদেশ
কথাই পারে শুরু হওয়া গল্প অনায়াসে করে দিতে শেষ।
আমার কথা হতে পারে কারো জীবন বদলানো হাতিয়ার
কথাই করায় বিবেকের থেকে অপকর্মকে পরিহার
কথা দিয়ে হয় বাস্তবায়ন মানব জীবনে পূণ্য
সে কথাই করে মানুষের যত আমলনামা শুণ্য।
আমি মায়ের মুখের ভাষা থেকেই পেয়েছি বদনশক্তি
রাজনীতি আজ বানিয়ে দিয়েছে কথা বলারও নিক্তি
বাক থেকেও নাইকো সুযোগ অভিমত করার পোষণ
ওরা কথা বলারও অধিকারটুকু করেছে মোদের হরণ।
চোখের সামনে ঘটে যাওয়া সূর্যালোকের সত্য
নির্মম চাপা কেন দাও, জানি তুমি রাজনীতির ভৃত্য
নিজের আসন মজবুত করো হোক যত অপরাধ
নির্দোষীকে পাঠাও নরকে দিয়ে যত অপবাদ।
মানুষের কল্যাণে আমি মানুষের হবো নেতা
তবে, জনগণের তাজা রক্ত দিয়ে নিশ্চিত করি জেতা
নেতার ছেলে অপরাধি হলেও পার পায় ক্ষমতা জোরে
গরিব সাক্ষি কথা বলে না বিচারালয়ে উচ্চস্বরে।
ঘাম শুকানোর আগেই দিয়ে দাও শ্রমিকের ভাতা বেতন
মজুরী তো নিছক বরং মহাজনের পৈশাচিক আচরণ
ধর্মগুরু তোমায় বলি, মানুষের তরে বল কত হেদায়াত বাণী
বুকে দিয়ে হাত ভাবিও আমল নিজে কর কতখানি?
শিক্ষক তুমি সবার উর্ধ্বে তুলনাহীন গুরু
তোমার স্বার্থে শিক্ষার্থীরা অপরাধে লিপ্ত শুরু
পরীক্ষার হলে নকল এগিয়ে দাও নিজের কৃতিত্ব গড়তে
তোমার বাণিজ্য বাড়াতে বাধ্য কর প্রাইভেট পড়তে
উকিল তোমার কথার জেরায় অপরাধী কাঁপে থরথর
অর্থের লোভে নিজে হয়ে যাও সত্য মিথ্যার যাদুকর
সাংবাদিক সেতো প্রচার করবে সমাজের সব ঘটনা
পকেট গরম হলে তোমার লখনীতে কত কিছুই আসে না।
প্রকৌশলী তোমার কলমে হলো কত লাইন বিচ্যুতি
কত স্থাপনার নড়বড়ে হাল, তাতে নেই তোমার অনুভূতি
ডাক্তার বাবু জীবনের সেবক তুমি আরগ্য নিকেতন
তোমার হেলায়ই ঝরে যায় কত অসহায়দের জীবন।
কি বলবো সেই দুদকের কথা যেথা দুর্নীতি রাখে পুতে
ভূত ছাড়াবে যেই ওঝা সেই ওঝাকেই ধরেছে ভূতে
জনগণের নিরাপত্তা বিধানে আছে সর্বদা প্রশাসন
অর্থকড়ি হাতে পেলেই অপরাধ হয়ে যায় গোপন।
অচিরেই হবে পদদলিত আজ জাতি দিয়েছে হুংকার
সাবধান করি থেমে যাও তুমি মানুষরুপি জানোয়ার
অচিরেই হবে পদদলিত আজ জাতি করে তোমায় সাবধান
থামাও তোমার অপকর্ম তুমি মানুষের মাঝে বেইমান।
ধিক্কার জানাই তাদের প্রতি যারা এদের করেনা প্রতিরোধ
যারা কথা বলেনা এদের বিরুদ্ধে করে যায় উপভোগ
নির্ভয়ে তুমি বলে যাও তোমার সব কথা বদনখুলি
তোমার কথার ধারক বাহক আজকের ‘মুক্তবুলি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *