শীত বুড়ির আগমন

মোশাররফ হোসেন

হিমেল কাঁথা মুড়ো দিয়ে শীত বুড়ির আগমন
নতুন চালের ভাঁপা পিঠা মা বানাবে সারাক্ষণ।

শিশির ভেজা স্নিগ্ধ সকাল অচেনা গায়ের ছবি
পুবাকাশে রোজ দেরিতে আভা বিলায় রবি।

শান্ত নদীর নিটোল জলে মিহি কুয়াশার বৃষ্টি
মিষ্টি রোদের প্রিয় পরশ দেয় মিটিয়ে তৃষ্টি।

মধুবৃক্ষ খেজুর রসে ভরে রঙিন হাঁড়ি
দস্যি ছেলে পাট কাঠিতে রস করে পান ভারী।

শরষে ক্ষেতের হলুদ গালিচা ফুলে ফুলে ভ্রমর
পাতা চুইয়ে নীহার ঝরে দূর্বা ঘাসের উপর।

রঙবাহারি অতিথি পাখির ছন্দ তোলা নাচ
সূর্যিমামার চোখ রাঙানী প্রাণে শান্তির আচ।

ভ্রমন বিলাসী শীত আমেজে প্রকৃতি ঘুরে বেড়ায়
মুক্ত প্রকৃতির শীতল শোভন মনের তৃপ্তি মিটায়।

 

মোশাররফ হোসেন : ছড়াকার, গল্পকার, গীতিকার

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *