সুখের অপেক্ষা

আরিফুর রহমান 
.
রং বে রং এর মোহে পরে আছে জীবন,
চাকচিক্য আর বহুরূপী মিছে এ ভূবণ।
.
হতাশা, আর্তনাদ, ডিপ্রেশন এই জীবন গাড়ি,
বেঁচে থাকা বেঁচে থাকা নয়, যেন মৃত্যু ফাঁড়ি।
.
রক্তে রঞ্জিত, স্রোতময়, কাঁটাযুক্ত জীবন পথ, স্বার্থ জড়িত পৃথিবীতে
মিলানো দায় একজোড়া বিশ্বস্ততার হাত।
.
মুক্তির সত্যেতা খুঁজে পাওয়া দুষ্কর,
যুক্তির বেড়াজালে গড়ে ওঠে মিথ্যের ভাস্কর।
.
ঘুম ভাঙতেই শোনা যায় অন্যায় অবিচার,
নিত্য রাতের আঁধারে ঘটে যায় কত ব্যাভিচার।
.
মানুষ যে আজ বড্ড ক্লান্ত, কে শুনাবে সুখের গান।
অকালেই ঝরে পরে  কতো অগণিত  তাজা প্রাণ।
তবু দিন শেষে খুঁজে ফিরে সকলে সুখের ই সন্ধান ।
.
স্বপ্নেরা অবিরত ছুটতে থাকে লক্ষ্যেরই পানে,
সুখের পতাকা উড়বে কবে কে বা তা জানে।
.
আরিফুর রহমান
বিবিএ ২য় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল।
গ্রামঃ নরকাঠী, পোস্টঃ সিংহেরকাঠী, থানাঃ বন্দর, জেলাঃ বরিশাল।
০১৮৩১৮২৯২১৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *