শারমিন আক্তার
আমি সুনামিতে লোকালয় ভেসে যেতে দেখেছি।
বিশ্বাস ভেঙে অবিশ্বাসের পাহাড় হতে দেখেছি।
একটু একটু করে উষ্ণ সম্পর্ক শীতল হতে দেখেছি
ভেতরের মানুষটা প্রতিনিয়ত ভাঙতে দেখেছি
চিৎকার আহাজারি করতে দেখেছি।
কিভাবে ভালোবাসাহীন জীবন দুমড়ে-মুচড়ে রক্তাক্ত হয় তাও দেখেছি।
কিন্তু ;
তোমরা যদি দেখ আঘাত পাওয়া মানুষটা পাথর হয়ে গেছে
ভিতরে বয়ে যায় চোখের জলে নদী
প্রাচীর তুলে দেয় তার মনের চারিপাশে
বন্ধ করে দেয় দ্বার;
জীবনের সব প্রয়োজন পেছনে ফেলে
সামনে এগিয়ে যায়
তবে তাকে বলে দিও
দীর্ঘশ্বাসে কখনো কখনো হয় ঝড়
চোখের জলে কখনও হয় নদী
অবিশ্বাসের ঘুণ পোকাও কুঁড়ে কুঁড়ে খায় সুখ।
যদি পারো
তোমরা তাকে আমার হয়ে বলে দিও।
শারমিন আক্তার, বরিশাল