বেগম ফয়জুন নাহার ।।
.
আবার এসেছে মহররম।
তুমি কি শুধুই কাঁদাতে আসো
না কি অন্যায় অত্যাচারে ডুবে থাকা
পৃথিবীতে সুন্দরের আবাহন জানাও?
.
হে প্রিয় নবী (দ:)র দৌহিত্র
শের-ই-খোদার আদরের আওলাদ
মা ফাতিমার নয়নমণি
নিজের জীবন দিয়ে পৃথিবীতে
যে সত্যের প্রদীপটি জ্বালালে
অন্যায় অবিচারের ঝঞ্জায়
আজ তা নিভু নিভু
ইয়াজিদদের তাণ্ডবে দিশেহারা।
আজকের পৃথিবী
তোমার শোকগাঁথা শুনে
কাঁদতে চায় না
চায় শোককে শক্তিতে পরিণত করে
কারবালার সত্যের আবাহন জানাতে।
.
হে মহররম
তোমার ত্যাগের মহিমায়
উদ্ভাসিত হোক এ পৃথিবী
ঘটুক জালিমের অবসান
শোনাও মজলুমের বিজয় বারতা।
—–+——
“মহররম কারবালা কাঁদো হায় হোসেনা
দেখো মরুসূর্যে এ খুন যেন শোষে না।।”
-কাজী নজরুল ইসলাম।