সুনিল বরন হালদার
একুশ আমায় শোনাতে আসে
বাঙালীর জয়গান।
একুশ আমার অন্তর জুড়ে
মাতৃভাষার সম্মান।
একুশ আমায় জানতে শেখায়
স্বাধীনতার দাম
একুশ আমার গভীর প্রাণে
শহীদের লেখা নাম।
একুশ আমায় চলতে শেখায়
অগ্রগতির পথে
একুশ আমায় সাহস যোগায়
প্রাণ বিলিয়ে দিতে।
একুশ আমায় বানিয়ে দিয়েছে
সৈনিক দেশ রক্ষার
একুশের আলো মুছে দিয়েছে
মনের যতো অন্ধকার।