এ কেমন শ্রাবণ ধারা!

আমিনা খানম :

এ কেমন শ্রাবণ ধারা,
নগ্ন এবং ছন্নছাড়া,
জমিন জুড়ে যখন তখন হঠাৎ করে বৃষ্টি!
প্রকৃতির এ বেহাল দশা,
অযথাই অঙ্ক কষা!
শঙ্কাভরা চলন বলন, অযুত অনাসৃষ্টি!

বিষণ্ণ এক অস্তরাগে
অলস বেলার প্রান্তভাগে,
অশনিরা মুচকি হাসে ইতস্তত চমকায়,
ধমনিও থমকে দাঁড়ায়
কোথায় মনের গহীন পাড়ায়,
আঁধার ঘরে বক্ষ চিরে সময় কেবল ধমকায়!

কেউ না তখন দাঁড়ায় পাশে?
আঁধার যখন ঘনিয়ে আসে,
বারংবারে চুপটি করে সামিল হয়ে আমাতে,
অসংযত প্রকৃতির ভার
পৃথিবীর সব করে ছারখার
কে পারে তার অদম্য ঝড় থামাতে!

এ কেমন শ্রাবণ ধারা,
নগ্ন এবং ছন্নছাড়া,
জমিন জুড়ে যখন তখন হঠাৎ করে বৃষ্টি!
প্রকৃতির এ বেহাল দশা,
অযথাই অঙ্ক কষা!
শঙ্কাভরা চলন বলন, অযুত অনাসৃষ্টি!

আমিনা খানম
সহকারী শিক্ষক
মুলাদী বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *