কবিতার ময়না তদন্ত

মোহাম্মদ নূরুল্লাহ ||

শব্দকে বুনতে হয় অতি যত্নে,
কবিতার মাঠ উষর হয় তখন

যখন উপমা,উৎপ্রেক্ষা নামক
লাঙলের অভাব দেখা দেয়।

ব্যাজস্তুতি আজকাল কালেভদ্রে দেখি।

ছন্দের ঝঙ্কার নিয়ে কবিদের যত কথা;
মনে হয়, অনুপ্রাস থাকলেই হয়ে ওঠে কবিতা!

মিত্রাক্ষর অমিত্রাক্ষর নিয়ে চলছে যুগ যুগ ধরে কত গবেষণা;
ভাবের মিল থাকুক আর নাই থাকুক
ওজস্বী শব্দের যদি হয় ব্যবহার, কবি লিখে ফেলেছেন
মহৎ কবিতা
যথার্থ শব্দের প্রয়োগ, সুচিন্তিত ভাবনা, সুনির্দিষ্ট বিষয়
কবিতার মাঠে আজ খুবই বিরল!

মাঠটি উর্বর করতে চাই, আধুনিক কবিদের নিয়ে;
করা কি সম্ভব?
কবিতায় জীবনের কথা বলি,
কবিতায় দুঃখের কথা বলি,
কবিতায় সুখের কথা বলি।

জীবনের জন্য কবিতা, কবিতার জন্যে জীবন নয়;
ব্যথা-বেদনা,হাসি-কান্না,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, হয়ে উঠুক কবিতার উপজীব্য।

কবিতার জমিনটি হোক উর্বর:
শব্দেরা নেচে উঠুক মহানন্দে;
সুপ্ত বীজগুলো অঙ্কুরিত হোক
অনুকূল পরিবেশ পাক,ছন্দ,মাত্রা, অলঙ্কার
নিয়ে সুসজ্জিত হোক কবিতা

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *