মুস্তফা হাবীব
এখন যারা পড়ছে ধরা নব্য রাজাকার,
ইতিপূর্বে চুরি করে পেয়ে যেতো পার।
মাঠে থাকায় আর্মি-পুলিশ পায়নি এবার সুযোগ,
চুরি করার শাস্তি কেমন এবার তবে বুঝুক।
বাপ দাদারা ডাকাত ছিলো স্বাধীনতার পরে,
এমনিভাবেই রিলিফের গম তুলতো নিজের ঘরে।
লবন নিয়ে তেলেসমাতি কম্বল করে হাওয়া,
মুক্তিযুদ্ধের বিনিময়ে এসব মোদের পাওয়া।
বাংলাদেশ ব্যাংক ফুটো করা মামা ভাগ্নের কাজ,
বলতে মানা ওরা এখন শতাব্দীর রঙবাজ।
তবু যে নাম তামার পাতায় লিখে রাখবে কাল,
তাদের যতো শিস্য সাগরেদ ধরছে দেশের হাল।
ঐতিহ্য সব রাখছে ধরে পূন্য দেশের মাটি,
সোনার বাংলায় এরা এখন সোনার চেয়ে খাঁটি।
রঙে ঢংয়ে নেই যে তফাৎ গায়ে একই জামা,
বিশ্ব এবার জেনে যাবে চোরের কুরসিনামা।