আশিকুর রহমান বিশ্বাস
বেঁচে থাকুক পৃথিবীর সব ভালোবাসা, সব রঙ
শঙ্খচিল, বুনোহাঁস, নীল তিমি, গলা ভাঙা কাক
পলাশ, বেলি, বকুল, হাসনাহেনা ফুল
বেঁচে থাকুক পৃথিবীর সব গাছ আর আমের মুকুল।
বেঁচে থাকুক কামার, কুমোর, তাঁতি, জেলে, চাষাভুষা – সব সুদখোর মহাজন
প্লেগ, ফ্লু, ম্যালেরিয়া, যক্ষ্মা, কুষ্ঠ, করোনা, গুটিবসন্ত।
বেঁচে থাকুক পৃথিবীর সব মানুষ
যুদ্ধ, ধ্বংস, সৃষ্টি আর উল্লাস।
বেঁচে থাকুক সাড়ে তিন হাত ভূমি, লাঙল, কাস্তে, কোদাল
একজোড়া হালের বলদ, দড়ি ছেঁড়া বাছুর, ছোট ছাগল ছানা।
বেঁচে থাকুক সব বিপ্লবী
জিতেন ঘোষ, প্রমথ ভৌমিক, রহমান মাস্টার, তিতুমীর, ইলাদি
মজনু শাহ, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা, সিরাজ সিকদার, ক্ষুদিরাম বসু।
বেঁচে থাকুক মাটির কলসি, ফুলের টব, পান্তার হাড়ি
পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, কপোতাক্ষের স্রোত
সাম্পান, সভ্যতা, সংস্কৃতি আর ওই মাঝি বাড়ি।
বেঁচে থাকুক কলমি লতা, সুপারি গাছ, জল সাপ, শাপলার ফুল, নসুর বিকলাঙ্গ বউটা।
ধন্যবাদ
ভালো লাগার মতো একটা কবিতা ।