গাজী তাহের লিটন
একদিন হাজার তারার মেলায়
তোমার সন্ধান করেছি
অত:পর তারারা বললো-
কে তুমি ভ্রান্ত!
তুমি সুনিপুন অভিনয় শিল্পী
আমি উম্মুক্ত আকাশের শুভ্র বলাকা
এখানেই আমার কষ্টের পংক্তিমালা।
যুগ পেরিয়ে আজ আমি শতাব্দি
আমি চলেছি অন্ধকারে, তুমি আলোয়
রং বদলেছো তুমি, আমি সেই আমি-ই
চারপাশে অগনিত ব্যর্থ প্রেমের পান্ডুলিপি
তবুও তুমি আছো, আমি আছি
এই পৃথিবীতে।