হেলেন রহমান
চলে গেছে বাবা আমার দূর থেকে বহুদূর,
চাইলেই আজ তাঁকে আর দেখতে পারি না!
বাবার মত এত আপন এতবড়
প্রিয়জন আমার আর মিলবে না।
সকল আবদার মিটাত বাবা হতো না কভু বিরক্ত,
ডাকতেন কাছে আদর করে নির্ভরতা ছিলো কত!
এত ভালো আমায় কেউ আর বাসবে না,
বাবার স্নেহের তুলনা কারোও সাথে চলে না।
আজ বাবা নাই কাছাকাছি, আছে তাঁর স্মৃতি
দু’ চোখে আছে অশ্রুর বন্যা।
বাবা আমার ছিলো এত প্রিয়
ভাষায় বর্ণনা করা সম্ভব না!
একবার হারায়ে গিয়েছে
আর ফিরে পাবো না।
কিভাবে বোঝাব কাকে
বুক জ্বলে যায় অসহ্য দহনে
বাবাকে ভুলতে পারি না!
বাবাকে ছাড়া বাঁচবো কেমনে
উত্তর খুঁজে মেলাতে পারি না!