কবি নজরুল 

আবিদ হাসান
.
এদেশে এক যোদ্ধা ছিলেন
ছিলেন এক বীর পুরুষ
অন্যায় কভূ দেখলে তিনি
থাকতেন নাকো চুপ।
.
বুক ভরা তার সাহস ছিল
হাতে ছিলো মসি
মিথ্যাবাদীর প্রতি ছিলেন
খুবি কঠোর অসি ।
.
তিনি শুধু যোদ্ধা নন
জ্ঞান প্রতিভার ঢাল
তাইতো তিনি আলোর দিশা
সাহিত্যের দিকপাল।
.
ডাগর ডাগর চোখ দু’টিতে
ছিলো হাজারো স্বপ্ন
বিশ্বজগৎ হাতে পুরে
দেখতে চান এই রত্ন।
.
চিনতে কি পারছ তাকে
কে সেই সুবাসিত ফুল,
বাংলাদেশের গর্ব তিনি
বিদ্রোহী কবি নজরুল।
.
.আবিদ হাসান
ফেইশবুক লিংক…

আরো পড়ুন

বৈষম্য-বিরোধী শহিদদের স্মরণে

নয়ন আহমেদ ।। অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা। কারা শিমুল ফুলের মতো দাবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *