মোঃ সুজন হাওলাদার জাকির :
আমরা কবি আমরা লেখক আমরাই সাহিত্যক
সত্য কথা লিখি সদা তাই আমরা সত্যের সৈনিক।
মিথ্যা কে দেইনা আশ্রয় করিনা তার কভু সমাদর
সত্য নিয়ে থাকি স্বদা তাই সত্যের করি মোরা কদর।
যেখানে দেখি অন্যায় অবিচার চলে জ্বালা নির্যাতন
প্রতিবাদে কলম ধরি গল্প কবিতায় আর ডেইলি দর্পন।
কবিতা লিখি কবির ভাষায় ছন্দের সারি বেধে
গল্প লিখি সহজ সরল বাস্তবতা তুলে ধরে।
প্রবন্ধ লিখি তথ্য ভিত্তিক বিজ্ঞান সম্মত করে
লিখি গান দেশের লাগি ভালোবাসার কলম ধরে।
কথা বলি সহজ সরল মনের কালিমা দুর করে
বন্ধুত্ব করি সবার সাথে শত্রুতা মোচন করে।
হিংসা মোদের নাই কোন অহংকার নাই মোটেই
ভালোবাসায় সিক্ত মোরা জীবন তরীর মাঝ খানেই।
ধনী গরীব করিনা বাঁচাই মিলে মিশে থাকি সবে
মৃত্যু মোর শীরের ধারে আর কতদিন রব ভবে?
মোঃ সুজন হাওলাদার জাকির।
পূর্ব পরমানন্দ সাহা ( আলম মার্কেট)
উজিরপুর, বরিশাল