মোঃ মাহফুজ রায়হান
বায়ান্ন এর ভাষা আন্দোলন দেখার সৌভাগ্য আমার হয়নি,
না দেখেছি ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ।
তবে দেখেছি আমি একটি মানুষ প্রাণপনে লড়ে যাচ্ছে
মানুষকে বাঁচাতে অকাতরে বিলিয়ে দিচ্ছে
তার অর্থ, সময় ও শরীরের মুল্যবান লোহিত কণা।
বিশ্বজুড়ে মানুষ যখন অদৃশ্য এক ভাইরাস এর ভয়ে
গুটিয়ে নিয়েছে নিজেকে ঘরের এক কোনো।
তখন আমি দেখেছি এই মানুষকে ফ্রন্টলাইন যোদ্ধার মতো
দৌঁড়ে যাচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে
যেখানে মানুষ কাতরাচ্ছে রক্তের অভাবে।
প্রয়োজন মেটাচ্ছে রক্তের যা দিয়ে মানুষ খুঁজে পাচ্ছে নতুন জীবন
অথবা বেঁচে যাচ্ছে মৃত্যুর হাত থেকে।
তবুও মানুষটি থেমে নেই আবার কারো না কারো ডাকে
লড়ে যাচ্ছে প্রাণপনে খুঁজে দিচ্ছে রক্ত জীবন বাঁচাতে।
হয়তো একদিন পৃথিবী শান্ত হবে, আমরা নিতে পারবো স্বস্তির নিঃশ্বাস,
হয়তো লেখা হবে অনেক বীরগাঁথা তাতে স্থান পাবে সম্মুখ যোদ্ধারা,
সেখানে হয়তো স্থান পাবেনা এই মানুষগুলো কিংবা তাদের অবদান।
কিন্তু অসহায় মানুষের ভালোবাসায় বেঁচে থাকবে তাঁদের বীরগাঁথা
ভালোবাসায় তারা আবারো দৌঁড়ে যাবে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে হাসিমুখে।
হয়তো একাত্তরের যুদ্ধ করতে পারিনি কিন্তু এখন লড়াই করছি
এ লড়াই অসহায়ত্বের বিরুদ্ধে এ লড়াই ভালোবাসার।
নিচের লিংকে ক্লিক কিংবা কপি করে কবিতাটির আবৃত্তি শুনুন।
https://web.facebook.com/adorbmbdcian.1/videos/247988069824713/?t=0