কেন জিতবে!

শিমুল সুলতানা
.
তোমার সাথে ঘটে যাওয়া সব
বঞ্চনার ইতিহাস –
হাসিমুখে সয়ে যাও
তবেই তুমি অনন্যা।
যদি কেড়ে নেয় তোমার প্রাপ্যটুকু
তোমাকেই উল্টো প্রমান করতে হবে
কূলটা নও তুমি- নিরবে সয়ে যাবে সমস্ত অপবাদ।
তোমার সামান্য চাহিদাটুকুও
না জোটে কপালে
তবু মুখে কুলুপ এটে প্রতীক্ষা করবে,
পাছে কেউ অলক্ষুনে না ভাবে,
কারো চোখে চোখ রেখে
বলতে যাবে না কতটুকু চাই তোমার।
তোমার অযোগ্যতা এটাই
তোমার যোগ্যতা প্রমান করতে যাওয়া,
যদি প্রখরতাহীন উত্তাপে
তোমার যশের প্রসারতা আর ব্যপ্তি ছড়িয়ে পড়ে
তবে জেনে নাও
নিশ্চিত কেউ না কেউ বসে আছে
কালিমা লেপে দিতে।
কি এমন আছে তোমার
তাদের কপালে চিন্তার রেখা!
তোমার অর্জনের পেছনে তোমার প্রজ্ঞা আর
মেধাকে স্বীকৃতি দিলে
পাছে তুমি বড় হয়ে যাও যদি !
তোমাকে যে দমাতেই হবে,
তুমি যদি ভ্রুক্ষেপ করে তেজী হয়ে ওঠো
তবে তো নিশ্বাস চেপে ধরবে তোমার।
তোমার অযোগ্যতাকে তুলে ধরে
পৈশাচিক সুখ পেতে হবে যে।
কেন জিতবে তুমি !
তোমাকে পোড়াতে পেরে- দলিত মথিত করে-
চরিত্রে দাগ দিতে পারলেই তো তুমি শেষ,
তোমার লজ্জার দৌড় তো জানাই আছে,
আর অন্তত মাথা তুলতে সাহস পাবে না তুমি।
অবশেষে তুমি হেরে যাবে
হারতেই হবে যে তোমার।
তুমি কেন জিতবে!!
Next Barisal banner ads

৩২ comments

  1. অসাধারণ!! জীবনের কঠিন সত্য আপনার লেখনিতে উঠে এসেছে।অনেক ধন্যবাদ আপা। আপনার জন্য নিরন্তর শুভ কামনা ও ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *