জাহীদুল আলম ।।
.
জিয়লের বরশিতে গাঁথা
জ্যান্ত বুইচার ছটফটানি
কলাপাতা চুঁইয়ে পড়া
শিশিরের ফোঁটা
একনাগাড়ে ডেকে যায়
ভূতুম নয় লক্ষ্মী পেঁচা,
রুপালী আভায় সারা মাঠ জুড়ে
গলিত রুপালী জোৎস্না।
খেশারীর ক্ষেত মাড়িয়ে যাত্রা ফেরত
কোনো নব দম্পতি
দুরে কজন কিশোর আগুনে উস্কে দিচ্ছে
কারো বাড়ির বাঁশের বেড়া
প্রস্তুত তারা মহানন্দে
খেজুরের পায়েশের লোভ
ঝড়ে পড়ার আগে
ছড়ানো শিউলির ঘ্রাণ।
নতুন বরের জন্য মাঝরাতে তৈরি
বাঙালি পিঠার স্বাদ !
আহ্ ! কি অপূর্ব
বাংলার শীতের এই রাত ।