আব্দুল্লাহ আল নোমান
.
জন্ম সবার ধন্য হয় না
ধন্য হয় তাঁর কর্মে,
কর্মই যার ধর্মে
লিখতে চাই তাঁর মর্মে।
.
লিখতে চাই অনেক কথা
ব্যক্তি খুঁজি হয়ে হন্যে,
জ্ঞানী, গুনি অনেক আছে,
ব্যক্তিত্ব অতি জঘণ্যে।
.
কর্মে অনেকেই স্বার্থান্বেষী,
উজাড় নয় অন্যের জন্যে,
বিবেকটাকে বিক্রি করে
প্রমাণ দিচ্ছে সস্তা পন্যে।
.
কলম আমার থমকে যাচ্ছে
লিখতে যাই যার মর্মে,
কাজে কর্মে অনেক কিছুই,
মিলছে না তার ধর্মে।
.
লেখার মোহে লিখতে বসলাম
জাতির বিবেকদের সমন্ধে,
অনেক বিষয়ে লিখতে
গিয়ে জড়ালাম যেন দ্বন্ধে।
.
ভালো মন্দের তারতম্যে
উপলব্দি অতি গন্ধে,
লিখতে গিয়ে থমকে যাচ্ছি
মানুষ পাচ্ছিনা পছন্দে।
.
শখ যেহেতু লেখালেখি
লিখতে চাই জাতি কিংবা ধর্মে,
যোগ্যদেরকেই স্থান দিয়ে
ফিরিয়ে আনতে ফর্মে।।