কাজী আল-মাহমুদ
.
আশা যেন কুপির মতো জ্বলে,
দূঃখ করে আমোদ বৃন্দাবনে,
ভালোবাসা যাচ্ছে রসাতলে,
ভালোবাসা যাচ্ছে রসাতলে,
দূঃচিন্তার প্রমোদ আষ্ফালনে।
.
নির্ঘুম তাই চোখের নিচে কালি,
স্বপ্নগুলো করে বিবচ্ছেদ,
সুখগুলো আজ সফেদ মেঘের ফালি,
দূরদেশী তবু নেইতো কোন ক্ষেদ।
.
সময়কে আজ দূঃসময়ে চাপে,
আঁধারে তাই নিত্য আলোক দিন,
ক্ষিণ আশা থরথরিয়ে কাপে,
তবু জীবনের কাছে
আমার অনেক ঋণ।।