জ্ঞানীদ্বয়ের আলাপন

কামরুল ইসলাম ।।

অন্তরে অস্থিমজ্জায় অহমের সাজসজ্জা,
মুখেও খেলে  বক্র হাসি, চোখেও জ্বলে অসুস্থ জ্যোতি,
কারণ আমি তো উত্তম, তোমা অপেক্ষা উত্তম!

লোকে বলে জ্ঞানী তুমি; তবে আমি মানি না,
ধারে কাটার মুরোদ নেই, তাই হয়ত ভারেই কাটো!
কিন্তু আমি!
আমি তো জ্ঞানী, তোমা অপেক্ষা জ্ঞানী!

জ্ঞানের প্লাবনে তোমায় ভিজিয়ে দিলুম সেদিন,
তোমার চোখে চোখ রেখে খেলেছিলাম বিদ্যার তাস,
আর তুমি!
ভিক্ষা নিলে চেয়ে চেয়ে,
আমার বিদ্যাবানে সিক্ত হলে নীরবে,
নিশ্চয়ই তুমি ঋণী হয়ে গেছ, তাই না?

সে মৃদু হেসে বলে-
নির্দ্বিধায় আমি ঋণী!
তবে একটা কথা শোন, ওগো উত্তম, ওগো জ্ঞানী!
জিজ্ঞাসা আর ভিক্ষাবৃত্তি নিশ্চয়ই একার্থক নয়,
তাই আমায় ভিখারি না বলে না হয় জিজ্ঞাসুই বল,
ধন্য হব আমি!

কামরুল ইসলাম 
সহকারী শিক্ষক (ইংরেজি)
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়,  পিরোজপুর।
01724823459

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *