সাইফুল্লাহ সাইফ ।।
ছেলেরা হাটু জলে ঢেউ ভাঙ্গে, গলা জলে দেয় ডুব,
কিশোরীরা ভেজা জলে শরম ঢাকে, নিচু চোখে নিশ্চুপ।
মায়েরা মাজে বাসন কোসন আচল খুলে দূঃখ ধোয়,
দূঃখেরা ঢেউয়ে ভেসে পাড় ভাঙ্গে, পাড়েই রয়
বাবারা সুতা বেঁধে নদীর জল বেড়া দেয়
মাছেরা খেলার ছলে পানি জালে ধরা দেয়
সোনারা মনিরা গোল গোল ঢেউ তুলে হাতে নেয়,
সূর্যটা আগুন খায়। আগুন খেয়ে রোদমাখা তাপ দেয়।