মুজাহিদুল ইসলাম তিমু ।।
অস্তমিত সূর্যের কাছে করো আলো প্রার্থনা,
বাধ্য নও, তবুও তোমাদের দাসত্ব যায় না।
জং তলোয়ারের নিচে হাটুগেড়ে রাখো কাধ,
নিয়ম নেই তবুও তোমাদের সেজদার সাধ।
অথচ
মনে করে দেখো যখন বাংলার আকাশে
দাপিয়ে বেড়াতো অস্বস্তির সূর্য,
যখন পাওয়া যেতো বাষ্প ইঞ্জিনের
দানবীয় শব্দ,
এনফিল্ড আর কামানের তূর্যে
যখন ভয় পেত ঘোড়া আর
কাপতো তলোয়ার থাকা হাত,
তখনো নজরুল বলতো-
‘তোদের হাড় করিবো জল’।
তখনো তিতুমীর দিতো হুঙ্কার,
তখনো লাঠিতে তেল দিতো,
দুদুমিয়ার লাঠিয়াল,
তখনো ছড়িয়ে পড়তো রেশমি রুমাল,
তখনো আকাঙ্ক্ষা ছিলো স্বাধীনতার,
তখনো আশা ছিলো শির উচু করে বাঁচবার।